Partilhar via


ভিডিও টিউটোরিয়াল সিরিজঃ অ্যাপ স্টুডিও দিয়ে ইউনিভার্সাল অ্যাপ বানানো

অ্যাপ স্টুডিও নিয়ে আপনাদের উচ্ছাস দেখে আমরা বেশ আনন্দিত হয়েছি। প্রোগ্রামিং ছাড়াও যে অ্যাপ বানানো সম্ভব এবং কিছুক্ষনের মাঝেই যে তা লক্ষ লক্ষ উইন্ডোজ ফোন ও উইন্ডোজ ৮ কম্পিউটারে ব্যবহার উপযোগী হয়ে স্টোরে প্রকাশ হয়ে যাচ্ছে, এতে আপ্নারা যথেষ্ঠ পুলক অনূভব করেছেন। তাই আপনাদের সুবিধার্থে চারটি ভিডিওর একটি সিরিজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি যাতে আপনারা শিখতে পারবেন আমাদের প্রশিক্ষনগুলোতে আসলে কি শেখানো হত।

  1. ডেভ সেন্টারে বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরী
  2. অ্যাপ স্টুডিওতে যেভাবে অ্যাপ বানাবেন
  3. অ্যাপ স্টুডিওতে বানানো অ্যাপ যেভাবে ফোনে ইন্সটল করবেন
  4. যেভাবে স্টোরে অ্যাপ পাবলিশ করবেন

WP_20150102_18_58_32_Pro

ভিডিও প্রস্তুতকারী নুসরাত, ফাহিমতুষারকে ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লাগবে।